আমাদের কথা খুঁজে নিন

   

গরীবদের উপহাস করলাম নাকি ধর্মকে উপহাস করলাম তা দেখার সময় নাই, আনন্দের সময় কেবল আনন্দই করব।

এই ব্লগে পড়ার মত কিছু নেই, শূন্য ব্লগ পড়ে আছে তাই মাঝে মাঝে ফেসবুকের ২/১টা স্ট্যাটাস এখানে দিই আনন্দের প্রয়োজন, হোক সেটা পান্তা-ইলিশ দিয়ে অথবা গরম ভাত-পুঁটি দিয়ে। আনন্দের প্রয়োজন, হোক সেটা রেডওয়াইন,ভদকা, বাংলা দিয়ে অথবা জমজমকূপের পানি দিয়ে। আনন্দের প্রয়োজন, হোক সেটা পহেলা বৈশাখে অথবা ইংরেজী নববর্ষে। আনন্দ প্রয়োজন এবং কেবল আনন্দেরই প্রয়োজন। সেই আনন্দে একদিনের বাঙালী হলাম, নাকি গরীবদের উপহাস করলাম, নাকি ধর্মের ক্ষতি করে ফেললাম, তা খেয়াল করার কোন প্রয়োজন দেখছিনা।

ছয় হাজার টাকার ইলিশ খেলে যে গরীব দের উপহাস করা হবে এমন কোন কথা নেই। কারণ এদিন গরীবরাও তাদের সাধ্যমত মজা করে। সেটা আমি গ্রামে ভালোই দেখেছি। ঠিক তেমনি মঙ্গল শোভাযাত্রায় গেলে ধর্মের খুব ক্ষতি হবে মনে হয়না, কারণ ধর্মের চিন্তা করলে আমরা বেশিরভাগ আনন্দ থেকেই বঞ্চিত হব মনে হয়। কোন কিছুতে ধর্ম না মেনে শুধু মাত্র পহেলা বৈশাখে ধর্মের দোহাই দেয়া ভন্ডামি লাগে আমার কাছে।

আনন্দে কাটুক নববর্ষ, আনন্দে কাটুক সকলবর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.