vagabond only দেশে বড়লোক আর মধ্যবিত্তের চেয়ে গরীব বেশি, এইটা নিয়া কোন সন্দেহ নাই। তাই বইলা বড়লোক আর মধ্যবিত্তের অস্তিত্ব অস্বীকার করনের কোন কায়দা নাই। ফায়দাও নাই। সমাজতান্ত্রিকেরা গরীব মজদুর ছোটলোকদের নিয়া চিন্তিত। বাকীরা শ্রেনীশত্রু। অথচ দেশে শুধু মধ্যবিত্ত আর বড়লোক নিয়া ভাবে এমন প্রকাশ্য রাজনৈতিক পক্ষ অনুপস্থিত। অথচ গরীব তো গরীবই, বড়লোকেরা গরীবের কর্মসংস্থান কইরা কামাই রোজগারের মাধ্যমে ট্যাক্স পে কইরা সরকারের দেশ চালানো আর লুটপাটের অর্থ জোগান দিয়া থাকে। বড়লোক না থাকলে আজ আমাদের যে কি হইতো! ফলে, শুধুমাত্র বড়লোক আর মধ্যবিত্ত নিয়া রাজনৈতিক শক্তির উত্থানের আহবান করি। আমি তব সাথী হব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।