আমাদের কথা খুঁজে নিন

   

গরীবদের কি দেশে "ব্যাবসার" লাইসেন্স নাই!!??

লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন "গল্প" লিখতে বেশী ভালো লাগে। ।

বাজারের মোড়ের পরে ছিলো "দাদার" চায়ের দোকান!!
সকাল বিকাল বাইরে বের হলে তাঁর দোকানে বসে এক কাপ চা খেতাম।


আড্ডা চলছিলো প্রতিদিনই। রোদ, ঝড় বৃষ্টি সব অতিক্রম করে
বন্ধুরা সবাই একজায়গাতে হতাম। ভালোই কাটতো সময়টা।
সবাই আনন্দটা উপভোগ করতাম। এমনকি অভ্যাস টা এরকম হয়ে গেছে যে "দাদার" চা না খাইলে এখন চায়ের তৃষ্ণা মেটেনা!
আজকে মোড়ে গিয়ে যা দেখলাম?
মনটা শুধু খারাপ না! অনেক খারাপ হয়ে গেলো।


রোডের পাশে চায়ের দোকান হওয়াতে "সিটি কর্পোরেশনের" গাড়ি এসে চায়ের দোকানটা ভেঙ্গে চুরে তচনছ করে দিয়ে গেছে!!
পাশে আরও যে দোকান গুলো ছিলো সব গুলোই ভেঙ্গে দিয়ে গেছে!
কি এতো অসুবিধা হচ্ছিলো এই দোকানটা রাস্তার পাশে হওয়াতে?
কি এমন ক্ষতি হচ্ছিলো?
এরা তো আর রাস্তার মাঝখানে দোকান গুলো উঠিয়ে বসে ছিলোনা!
একেবারে সাইডে ছিলো।
তবু কেন দোকান গুলো ভাঙ্গার দরকার ছিলো?
সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে তাই?
রাস্তার সৌন্দর্জ নষ্ট হয়ে যাচ্ছে তাই?
এভাবে এই গরীবদের পেটে লাথি মারার কি দরকার ছিলো?
এই একটা প্রতিষ্ঠান চালিয়ে এরা দু বেলা দু মুঠো ভাত খেয়ে বেঁচে ছিল।
সেটাও তোরা কেড়ে নিতে চাস??
একটা চায়ের দোকান চালিয়ে লাখ লাখ টাকা আয় করা যাইনা!
নিজের পরিবার টুকু চালানোর মত কিছু টাকা হইতো ওঠে।
সরকারকে ট্যাক্স দেয়ার মত টাকা এদের নাই! তাই এদের উপর
এতো নির্যাতন।


সরকার যেখানে একটা মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারছেনা!
সেখানে এরা নিজে ছোট খাটো কিছু করে ভাগ্য পরিবর্তনের
চেষ্টা করছে, সেটুকুও যদি সরকার এভাবে কেড়ে নেই? তাহলে এই নিম্নশ্রেনির
মানুষেরা কোথায় গিয়ে দাঁড়াবে? কার আশ্রয়ে বাঁচবে?
চুরি, ডাকাতি শুরু করবে?
এই মানুষ গুলোই তো ভোট দিয়ে রাজনৈতিক দল গুলোকে প্রতিবার ক্ষমতায় নিয়ে আসে।
আর এদের কপালেই জোটে লাথি গুতা!

হায়রে সেলুকাস!!..................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.