এই সিরিজটার নাম এই ব্লগেই কোথাও পেয়েছিলাম। তাই যখন ফুটপাতের ডিভিডি - ওয়ালার কাছে সিরিজটা দেখলাম, কিনে ফেলতে দেরি করিনি। এবং এর পর থেকেই মুগ্ধতার শুরু।
HBO ও BBC যৌথভাবে Production এর দায়িত্ব সামলেছে। বিশাল জায়গা জুড়ে ইটালির Cinecittà স্টুডিওতে ছ'খানা সেট বানানো হয়।
৫২ মিনিটের প্লে - টাইম রাখা হয় ২২ টি এপিসোডের প্রত্যেকটির। ব্রিটিশ ও আমেরিকান অভিনেতার এক সমৃদ্ধ কাস্টিং তৈরী করা হয় পুরো সিরিজটির জন্য।
সিরিজটি শুরু হয় সিজারের গল দেশ বিজয় দেখিয়ে। যেখানে সিজারের সামনে নতজানু হয়ে আত্মসমর্পন করেন গল অধিপতি Vercingetorix [যারা আ্যাসটেরিক্স পড়েছেন তারা সবাই এই চরিত্রের সাথে পরিচিত]। তখন রোম শাসন করছেন পম্পেই।
হঠাৎই সিজার রোমে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সেনেটের কিছু সদস্য পম্পেইকে ভুল বোঝাতে শুরু করে। ফলে পম্পেই সিজারের ফিরে আসাকে মেনে নিতে পারে না। ফলস্রুতি - যুদ্ধ।
কিন্তু আসল গল্প এগিয়ে চলে বিখ্যাত লিজিয়ন ১৩ এর দুই সৈন্য লুসিয়াস ভোরেনাস ও তার বন্ধু টাইটাস পুলোকে নিয়ে।
কাহিনিতে বিশাল কূট - ভূমিকা নেয় "আটিয়া অফ দি জুলি" নামের ব্যভিচারী ও ক্ষমতার লোভে অন্ধ এক মহিলা। সিজারের মৃত্যু দিয়ে সিজন ১ শেষ হলেও সিজন ২ এর শেষে আটিয়া অফ দি জুলির ছেলে অক্টাভিয়ানকে রোমের ভবিষ্যতের নেতা হিসাবে দেখা যায়।
কেন দেখবেন -
মাত্র ২২ টি এপিসোড।
অসাধারন ভাবে ইতিহাস ও তার পিছনের ইতিহাসের উপস্থাপনা।
ভোরেনাস ও পুলোর বন্ধুত্বের কাহিনি।
অসামান্য এডিটিং, অভিনয় ও পরিচালনা, যার জন্য একটা এপিসোড শেষ হলেই পরের টার জন্য মন উতলা হয়ে ওঠে।
তবে পুরো সিরিজ জুড়ে খোলামেলা দৃশ্যের ছড়াছড়ি। বাড়িতে দেখার সময় সাবধানে দেখতে হবে।
তাহলে আর কি?
আপনাদের "রোম" যাত্রা শুভ হোক!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।