রাজা বাংলার লুলগন বহুদিন ধইরা এক হইতেছে না, তাই এই লুলীয় আড্ডার ডাক দিলাম । মাঝে মাঝে লুলীয় আড্ডা দেওয়া খারাপ কিছু না। আজকের বিষয় - ফুল ও তার লুলীয় আবেদন ( বিশেষ দ্রষ্টব্য - মন্তব্যে অবশ্যই নীতিমালার দিকে খেয়াল রাখিবে। আমরা কোন শহীদ লুল চাই না। ) অনেক দিন ধইরা ফুলের পোষ্ট দেওয়া হয় না তাই যোগ করলাম আজকের ফুল - ধ্রুপদী মালা ধ্রুপদী শব্দটার মানে হইলো উত্কৃষ্ট ও উচ্চমার্গের বলে যুগে যুগে স্বীকৃত তাহাই ধ্রুপদী। ফুলটির বাংলা নাম - ধ্রুপদী মালা বৈজ্ঞানিক নাম Rhynchostylis retusa এটি Orchidaceae পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Foxtail Orchid, Blunt Rhynchostylis Samjirei, Gajara, Seetechi veni উল্লেখযোগ্য। বসন্তের আগে আগে ফুল ফোটে। খেয়াল কইরা এইটার আরেকটা নাম আছে -Gajara কিন্তু বাংলায় আমার গাজরা নামে আরেকটি ফুল চিনি । যার লুলীয় আবেদন কিরকম তা নীচের ছবিগুলাতে উত্তম রূপে প্রকাশিত হইয়াছে গাজরা পরিহিত ললনা দেখিয়া বিমোহিত হইতে ভালো লাগে ছবির সবগুলা মইয়্যাই সুন্দর - এতে কোন সন্দেহ নাই লক্ষ্য করলাম -এদের মধ্যে একটা সাদৃশ্যও আছে ...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।