আমাদের কথা খুঁজে নিন

   

লুলীয় ফুল ০২ - কুন্তলা

রাজা গাছটির নাম - কুন্তলা বৈজ্ঞানিক নাম agave cantala এটি Agavaceae পরিবারের একটা উদ্ভিদ । আন্যান্য নামের মধ্যে Bombay Aloe, Cantala, Maugey। কুন্তলা শব্দটি কুন্তল এর স্ত্রী রূপ - কুন্তল [ kuntala ] বি. কেশ. চুল (‘আলুলিত কুন্তলরাশি’: রবীন্দ্র)। [সং. কুন্ত + √ লা + অ]। কুন্তলা–বি. (স্ত্রী.) কুন্তল।

এক মজার কাহীনি মনে পড়লো - এক প্রিয়ভাষিনী রমনী একদা আমাকে শিক্ষাদান করিলো যে, কুন্তল মানে হইতেছে নারী কপালের কাছ হইতে একগুচ্ছু চুল, যাহা তাহার চিবুকের নিকট অবিন্যস্ত ভাবে পড়িয়া থাকে। স্বীকৃত লুল বলিয়া এর পর হইতে রমনী দেখিলেই কুন্তল খুজিয়া বেড়ানো শুরু হইলো । কিছু কিছু রমণীর কুন্তল এতটাই আকর্ষণী লাগিলো যে, তাহাতে আমার টাকশি বা ভিমরী খাইবার যোগার হইলো । দীর্ঘ পর্যবেক্ষনের পর হাঠাৎ আবিস্কার করিলাম, ইহা নিতান্ত অবিন্যস্তভাবে পড়িয়া থাকে না বরং সুপরিকল্পিত ভাবে এই কর্ম সম্পাদন করা হয়। পুরুষের চোখকে আকৃষ্ট করার এই কর্ম আমার খারাপ লাগে নাই ।

শুধু তত্ত্বে কি আর কাজ হয় - আসো কয়টা ছবি দেখে কুন্তল বুঝিয়া লই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।