রাজা ফুলটার বাংলা নাম - উর্বশী যার মানে হইতেছে সুন্দরীশ্রেষ্ঠা। উর্বশী [ urbaśī ] বি. সুন্দরীশ্রেষ্ঠা ও অনন্তযৌবনা অপ্সরাবিশেষ। [সং. উরু + √ বশ্ + অ + ঈ]। বৈজ্ঞানিক নামঃ Amherstia nobilis এবং এটি Fabaceae (Pea family) পরিবারে অন্তর্গত একটি উদ্ভিদ। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Pride of Burma, Orchid tree, Tree of heaven উল্লেখযোগ্য। ফুলের ছবি দেখতে ক্লিক করো হে লুলগন যুগে যুগে লুল ফেলেছেন যে উর্বশীর তরে, সেটা নিশ্চয় এই ফুল নয় কে সে ? চলো কিছু নমুনা দেখি চিত্রকরের চোখে কবি লিখেছে কবিতা - মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী ! - লুলশ্রেষ্ঠ আমার অবাধ্য হাত দুটো শুধু তোমাকেই ছুঁতে চায়, আমার বেপরোয়া চোখ দুটো শুধু তোমাকেই দেখতে চায়। - লুল দা উর্বশী, তোমাতেই আমার সকল এবাদত, তোমাতেই সুবহা সাদিকের সাজদা খোদার তরে... - সজল শর্মা বই মেলায় বেরিয়েছে বই প্রভুদেবার সেই গানটার কথা মনে আছে এর নামও উর্বশী আফসুস... উর্বশী নাই - রইলো বাকী কল্পনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।