ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. একবার এক রাজ্যের রাজকন্যার অনেক অসুখ হয়। সারা বিশ্বের কেউ সেই রোগ ভাল করতে পারেনাই। তখন রাজা একজন সদস্যকে জ্ঞানী পাখী গ্রিফনের কাছে প্রেরন করলো এই রোগের চিকিৎসার কথা জানার জন্য। রাজা যতই প্রভাবশালী হইন না কেনো । জ্ঞানী পাখী গ্রিফন মানুষ খেকো পাখী ।
তার চার পা। মুখটা সিংহের মতো। আর ল্যাজ আছে কুকুরের মতো। পাখা আছে রাজহাঁসের মতো। যাই হোক সেই রাজ পরিবারের সদস্য বেরিয়ে পড়লো ।
বলাই বাহুল্য সেই যুগে কনকর্ড আছিলোনা। বহু দিন হাটতে হাটতে এক নদীর কিনারে এসে দ্যাখে নদী পাড়াপাড় করার নৌকা নাই। চারিদিকে তাকিয়ে দ্যাখ এক বিশাল দেহী (অনেকটা মাইকেল জর্ডানের মতো ) লোক দাঁড়িয়ে আছে। তার দায়িত্ব নদী পাড়াপারের। তার কাঁধে চড়ে নদী পেরুতে পেরুতে রাজ পরিবারের সদস্য তার ভ্রমনের কারন বিবরন জানালো।
সেই মাইকে জর্ডান বলে - ভাই, আমি এই নদী পাড়াপাড়ের কাজ থেকে মুক্তি চাই। জ্ঞানী পাখী গ্রীফনের কাছে জেনে এসো এই অভিশাপ থেকে মুক্তি পাবার উপায়টি কি ?
তারপর যথারীতি রাজপরিবারের সদস্য গ্রীফনের বাসার সামনে এসে হাজির হলো। পাখী তখন বাসায় ছিলোনা । ওর বউ ছিলো। বললো - সর্বনাশ ! তোমাকে দেখলে তো পাখী গপ করে গিলে ফেলবে, তুমি বরং এক কাজ করো - রান্নাঘরের কাপবোর্ডের ভেতরে লুকিয়ে থাকো।
পাখী যখন খেতে আসবে তখন আমি তোমার প্রশ্নগুলো এঁকে এঁকে জিজ্ঞাসা করবো উত্তর দিলে তুমি শুনে মুখস্ত করে নিও। সেই রাজপরিবারের সদস্য বললো ঃ যথাস্ত। সে লুকিয়ে থাকলো
সন্ধ্যাবেলা কাজ কাম সেড়ে গ্রীফন সাহেব ক্লান্ত ঘরে ফিরেই বউকে প্রশ্ন করলেনঃ বউ এই ঘরে মানুষের গন্ধ পাচ্ছি। কোন মানুষ আসেনি তো ? বউ বলে না না কোন মানুষ আসে নাই তবে আমি বাজারে গেছিলাম সেখানে মানুষের পাশে বসাতে আমার গায়ে গন্ধ লেগে আছে।
যথারীতি খাবার পরিবেশন করার পরে বউ সমস্যা গুলো গল্পচ্ছলে খুলে ধরলে জ্ঞানী পাখী সব কিছুর যথারীতি উত্তর দিলো।
বউ বলে এইসব কিছুই আমি বাজারে লোক মুখে শুনেছি তাই তোমাকে জিজ্ঞাসা করছি এই ভেবে যে তুমি নিশ্চয় এর উত্তর জানবে।
যাইহোক রাত হলে গ্রীফনের বিশ্রামের সময়ে দেহ এলিয়ে দিলো নরম বিছানায় তখন রাজ প্রতিনিধি বেরিয়ে এলো কাপবোর্ড থেকে। সোজা হাটা দিলো নদীর দিকে ।
তারপর যথারীতি মাইকেল জর্ডানে এসে দাড়ালো তার বিশাল কাধ নিয়ে নদী পাড় করে দিতে।
প্রশ্ন করলো – ভাই, গ্রিফনের কাছে তুমি কি জেনে এসেছো আমার এই নদী পাড়াপাড়ের দায়িত্ব থেকে কবে আর কিভাবে মুক্তি পাবো ?
রাজদূত বলে ঃ অবশ্যই জেনে এসেছি।
তবে তার আগে তুমি আমাকে নদী পাড় করে দাও।
ম্লান মুখ মাইকেল জর্ডান রাজদূতকে কাধে তুলে নিয়ে সেই বিশাল নদী পাড় করে দিলো। এপাড়ে এসে বলে। এইবারে বলো।
রাজদুত বেশ কিছু দূরে যেয়ে বলে – এর পরে কেউ পাড় হতে এলে তাঁকে পানির মধ্যে নিয়ে ফেলে দিও।
তাহলে তোমাকে আর এই দায়িত্ব পালন করতে হবেনা।
মাইকেল জর্ডান এক বিশাল হাসি দিয়ে বললো – অনেক ধন্যবাদ ভাই। তুমি আমার মুক্তির পথে বলে দিলে। সেই আনন্দে এসো আমি তোমাকে আর একবার কাঁধে নিয়ে নদী পাড় করে দিই।
রাজদুত বলে – না ভাই।
আমাকে না। হা হা হা আমার রাজ দরবারে যেয়ে রাজকন্যাকে বাঁচাতে হবে । তুমি অন্য কারুকে ট্রাই করো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।