পত্রিকায় সেদিন একটা গল্প পড়লাম । একগ্রামে একটি বিদেশী দল এসেছে কনস্ট্রাকশন কাজে। এইদলটে ধীরে ধীরে গ্রামের কুকুরগুলো খেয়ে ফেলছিল। গ্রামের মানুষ বিষয়টি প্রথম দিকে বিষয়টি লক্ষ্য না করলেও পরবতীর্তে বিষয়টি জানলেও বেওয়ারিশ কুকুর খেয়ে ফেলছে ভেবে সেভাবে গুরুত্ব দেয়নি । ধুধু পথে ঘাটে এবং কাছের চায়ের দোকানে বসে কয়দিন আলোচনা করেছে।
অনেক রাত ব্যাপী টিভি দোকানে বসে টিভি দেখতে দেখতে একসময় এ ঘটনাও হারিয়ে গেছে।
ধীরে ধীরে ঐ গ্রামে শিয়ালের অত্যাচার বৃদ্ধি পেতে লাগলো। কারো মুরগী খেয়ে ফেললো কারো ক্ষেতের ফসল নষ্ট করতে লাগলো । যেহেতু ঐ গ্রামে কুকুর নেই নির্ভয়ে শিয়ালগুলো তাদের অত্যাচার চালাতে লাগলো। মানুষজন চেষ্টা চালাতে লাগলো তাদের সাধ্য অনুযায়ী তার পরও মাঝে মাঝে এসে শিয়ালগুলো ঠিকই তাদের কাজ করতে লাগলো।
কিছুদিন পর গ্রামের মাঝখানে এক অল্প বয়সী বালিকাকে পড়ে থাকতে দেখলো । তারপর এভাবে মাঝে মাঝেই আরো ....................
মানু্ষগুলো এখন আর অনেক রাত অব্দি দোকানে বসে গল্প করেনা । সন্ধ্যে হলেও বাড়ী ফেরার তাড়া অনুভব করে। কেমন যেন নিরাপত্তাহীনতায় ভোগে। মানুষের মনের শান্তি নষ্ট হয়ে যেতে লাগলো।
এরপর শুরু হলো ডাকাতি।
এত ঘটনার আড়ালে মানুষ ভুলেই গেল একসময় বেওয়ারিশ কিছু কুকুর ছিল যারা অযাচিত কিছু দেখলেই গৃহস্থকে সাবধান করে দিত..........
গল্পটা থেকে কি বুঝলেন???????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।