আমাদের কথা খুঁজে নিন

   

কি বুঝলেন, যা বুঝলেন তা হল বিয়ের পরবর্তী কথা এগুলো !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বিয়ের আগে প্রেমিক-প্রেমিকা আর পরে স্বামী-স্ত্রী, এভাবেই চলছিল দুজনের কথাবার্তা। বিয়ের পূর্বে প্রেমিক : হু, এত দিন অপেক্ষা করা সত্যিই কষ্টকর প্রেমিকা : তুমি আমাকে ছেড়ে যেতে চাও ? প্রেমিক : কখনো না, তুমি কখনও এমনটি ভাববেনা প্রেমিকা : তুমি কি আমাকে ভালবাস প্রেমিক : অবশ্যই প্রেমিকা : তুমি কি কখনও আমাকে ঠকাবে? প্রেমিক : না, কেন এমনটি জিজ্ঞেস করছ! প্রেমিকা :তুমি আমাকে কিস করতে চাও? প্রেমিক : করব প্রেমিকা :তুমি কি কখনও আঘাত করবে? প্রেমিক : হেই না ! আমি সেরকম নই প্রেমিকা : তোমাকে কি বিশ্বাস করতে পারি ? প্রেমিক : অবশ্যই করতে পার ! বিয়ের পরে : সবকিছুই ঠিক আছে, তবে নীচ থেকে শেষের লাইনটা বাদ দিয়ে ২য় লাইন থেকে পড়া শুরু করুন। কি বুঝলেন, যা বুঝলেন তা হল বিয়ের পরবর্তী কথা এগুলো (নেটে একটি ইংরেজী ব্লগে আজ সকালে পড়েছি, শেয়ার করলাম।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।