বেপারটা খুব ইন্টারেস্টিং। এই মাত্র বিডিনিউজ২৪ জনমত জরিপে দেখলাম “সংখ্যালঘুদের ওপর সরকারই হামলা চালিয়ে তার দায় বিরোধী দলের ওপর চাপাতে চাইছে- খালেদা জিয়ার এই বক্তব্যে আপনি কি একমত?” এই প্রশ্নটির জনমত জরিপে না এর থেকে হ্যা এর ভোট দেখলাম বেশি। আমি আসলে জনমত জরিপের এই পন্থার বিশ্বাস যোগ্যতা নিয়ে বিতর্কে যাচ্ছি না। আমার একটা প্রশ্ন আমি আমার বন্ধুদের সাথে বলে আসছি আর এখনও বলছি রাজীব হত্যা পরবর্তী জামাতের তাণ্ডব কালীন সময়ে বিনপি ছিল মূলত (আমার মতে) অভজারবার। সাঈদির রায়ের পরই মূলত বিএনপি,র অবস্থানটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে।
তো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি,র নিস্ক্রিও কালীন সময়ে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ গুলো সারাদেশ হতে আসতে থাকে তার মধ্যে মানুষের জান মাল ছাড়াও পতাকা পোড়ান ও শহীদ মিনার ভাঙ্গার মত অভিযোগ ছিল। কিন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে এই অভিযোগ গুলোর বিপক্ষে জামাত শিবিরের কোন কর্মকাণ্ড আমার চোখে পরে নি, অর্থাৎ জামাত শিবির এহেন কাজে জড়িত ছিল না এমন কোন প্রতিবাদলিপি আমি অন্তত দেখি নি। বেপারটা একটু খেয়াল করে দেখেন, আমি ধরেই নিচ্ছি এই অপকর্ম গুলা আওয়ামীলীগ বা সরকার দলীয় লোকজন করে তার দায় জামাতের উপর দিচ্ছে তাহলে জামাত কেন এই মিথ্যা অপবাদের কোন প্রতিবাদ করছে না? এই প্রশ্নটার আমি আজকে দুইটা উত্তর খুজে পেয়েছি।
উত্তর ১ঃ জামাত যদি পতাকা ও শহীদমিনার নাও ভেঙ্গে থাকে তারপরও সে এই অপবাদ মাথা পেতে নিতে চায়, কারন তার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে এগুলো কে পদদলিত করা। অর্থাৎ তারা এই অপবাদকে ইন ক্যাশ করতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য।
উত্তর ২ঃ তারা এতদিন অপেক্ষা করেছেন বেগম জিয়ার এই বক্তব্যের জন্য। কারন গোটা অর্থে বিরোধী দল বলতে শুধু জামাত একা না। সো মাঠে যা করার তা জামাত করবে কিন্তু দায়ভার সে একা নেবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।