আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।
বিকাশ মোবাইল ফোন ব্যবহার করে টাকা লেনদেনের সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। বিকাশ এর মাধ্যমে গ্রাহকরা টাকা পাঠানো, পাওয়া পেমেন্ট ইত্যাদি আর্থিক সেবা পাচ্ছেন তাদের মোবাইল ফোনেই।
আপনার মোবাইলে বিকাশ একাউন্ট থাকলে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই আরেকজনের মোবাইলে বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন।
প্রাপক যেখানেই থাকুন না কেন টাকা পেয়ে যাবেন মুহূর্তেই। বিকাশ এর মাধ্যমে পেমেন্টের সুব্যবস্থা আপনার জীবনকে করবে আরও সহজ। কারণ এখন কেনাকাটা করতে গিয়ে হাতে ক্যাশ না থাকলেও টাকার জন্যে আপনাকে আর বাসায় ফিরে যেতে হবেনা। আপনার নিজের বিকাশ একাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স নাও থাকে, অন্য কেউ আপনার বিকাশ একাউন্টে আপনার প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিতে পারবেন মুহুর্তেই। টাকা পাঠানো, পাওয়া বা বিভিন্ন পেমেন্ট করার সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে বিকাশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।