আমার সপ্ন আমি গড়বো। তুই যদি হতিস আমার দূর আকাশের শুকতারা, ইচ্ছা হলে ছড়িয়ে দিতেম সন্ধ্যে বেলার বাহারা । তুই যদি হতিস সকাল বেলার দিগন্তের সূর্যটা, যখন ইচ্ছা ঘুমের ঘোরে থামিয়ে দিতাম সময়টা । তুই আমার অলস সময়ের অলস কবিতার মুগ্ধ স্রোতা, সময় শেষে বলবি হেসে কি ফালতু ছাইপাঁশ এটা । তুই আমার ক্লান্ত দুপুরের শেষ বিকেলের গানটা, আমার কাছে তুই মানে হল শুরুর শেষেও বন্ধুতা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।