ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! বন্ধু তুই আমার চোখের মাঝে এক ফোটা স্বপ্ন এনে দে বন্ধু তুই আমার ইচ্ছে গুলোকে মেঘ হতে বৃষ্টি করে নে... বন্ধু তুই কি এখনো আগের মত করে আমায় ভাবিস নিকষ আঁধারে আমার চোখে এক পলক নীল জোছনা খুঁজিস... বন্ধু তুই আমার ছেলে বেলার রঙিন কাঠ পেন্সিলের মায়া দূর আকাশে জমানো রঙধনুর বিকেল বেলা... বন্ধু তুই নতুন কথার নতুন কোন সুর বন্ধু তুই রোদ হীন একলা দুপুর... বন্ধু তুই আমার বন্ধু হয়েই থাকিস স্মৃতি গুলো একই বাধনে বেধে রাখিস …. ______________________ Lyric: Ethar Akhtaruzzaman Artist & Tune: Natasha Composer: Sajid Sarker
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।