আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুতা

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

অন্তবিহীন একলা পথে জ্বোনাক জ্বলা আলো তারার সনে মাখামাখি আঁধার রাতের কালো । আমরা কজন বন্ধু ছিলাম সেই সে আলো ছুঁয়ে হাতের মুঠোয় ছোট্ট জ্বোনাক সবুজ ঘাসও শুয়ে । এক সাথেতে চলতে গিয়ে বন্ধুতারি বাস অপার্থিব এই আনন্দেরা মনেরি আশপাশ । ছুঁয়ে দিতাম সোনায় রাঙ্গা শেষ বিকেলের আলো এসব নিয়ে আমরা কজন ছিলেম তো বেশ ভালো। বাতাস এলো দমকা হটাৎ ধরলো চেপে টুটি এই দেশেতে তখন থেকে বন্ধুতারি ছুটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।