আমাদের কথা খুঁজে নিন

   

আমি আজন্ম ভিখারী একটা উষ্ণ চুম্বনের

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই একদিন ভীষণ রোদের চাদরে তোমায় জড়াবো বলে তমাচ্ছন্ন রাতকে ভালোবেসেছিলাম। প্রিয়তা আমি আজন্ম ভিখারী একটা উষ্ণ চুম্বনের, পুরো বিশ্বটাকে বাজি ধরতে পারি ওই ঠোঁটের আলিঙ্গনে। একবার যদি ছোঁয়াতে হাত আমার দগ্ধ বুকে থেমে যেত সব হাহাকার বৃষ্টির মুগ্ধতায়। মাধবীলতা অবহেলায় আমি পুড়ে পুড়ে যাই নিয়ত। তবু আবার জন্মাই শিউলি হয়ে তোমার খোঁপায় বসব বলে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।