আমাদের কথা খুঁজে নিন

   

জন্মই যেন আজন্ম পাপ



শরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম জন্মই যেন আজন্ম পাপ আর সব বাঙালি নারীর মতো তিন সন্তানের জননী শেফালি বেগমেরও স্বপ্ন ছিলো সুন্দর সংসার, সমৃদ্ধ জীবনের। ভাগ্যের নির্মম পরিহাসে এখন স্বপ্নভঙ্গের বেদনা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। রাস্তায় রাস্তায় আঁচল ভর্তি ফুল ফেরি করে নির্বাহ করেন জীবিকা। কিন্তু তাতেও যেন শান্ত্বি সয় না তার। আয়ের অল্প ক’টা টাকায় নিত্যদিনই ভাগ বসাতে আসে নেশাগ্রস্ত স্বামী।

পিটুনি দেয় প্রকাশ্য দিবালোকে। শাহবাগ থানার পাশে শেফালীর ওপর এই নির্যাতনের ঘটনা এখন নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে হরহামেশা একই ঘটনা দেখতে দেখতে নির্বিকার হয়ে গেছেন আইনের লোকরাও। আর পথচারীদের কি বা এমন দায়! তাই চিৎকার করে অসহায় মায়ের উপর পাষণ্ড পিতার নির্মমতার প্রতিবাদ জানাচ্ছে কেবল ছোট্ট শিশুটি। কিন্তু কতটুকুই বা সাধ্য তার! মায়ের চেয়েও অসহায় সে।

তার চিৎকার পাষণ্ড পিতাতো বটেই, পৌচ্ছাছে না সচেতন মানুষের কানেও। এরকম মার খাওয়াই যেন নিয়তি। জন্মই যেন আজন্ম পাপ শেফালিদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.