আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম নষ্টের দল

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । আজন্ম নষ্টের দল ভ্র“ন থেকে কিছু নষ্ট সন্তান হৈ হৈ রই রই, আর পালিয়ে পথ খোঁজার দল । চলমান রাস্তার পাশে পড়ে থাকে নষ্ট ভ্র“ন, কাক আর রাস্তার কুকুরেরা গলদকরন করে । জন্ম হয় নষ্ট সন্তান । দাতা গোষ্ঠীর খোঁজ থাকেনা, জন্মটা তাই নষ্টই ।

তিল তিল করে বেড়ে ওঠে নষ্ট সন্তানগুলো, বাঁধন ছাড়া হই হই রই রই । দিক থেকে দিকে ছুটে যায় নষ্ট সন্তানের নষ্ট লালা, কারও পকেটে হাত, কারও গলায় ছুরি আর কারও ব্যাগ নিয়ে দুর পথে চম্পট । গুলিস্তান, ফার্মগেট, নিউমার্কেট এলাকায় এই নষ্ট সন্তান গুলোর পদচারনা বেশী হয়। নষ্ট তো তাই লুকিয়েই থাকে, যখন জনসম্মুখে, তখন হয় মৃত না হয় অর্ধ মৃত; কারও পকেটে হাত রাখার শুভেচ্ছায় । হাজারো নষ্ট সন্তান জন্মায় নষ্ট ভ্র“ন থেকে ।

অপ্রয়োজনীয় আরও অনেক নষ্ট ভ্র“ন থেকে বের হওয়া নষ্ট সন্তান থাকে বড়লোকের দালান কোঠায় । নষ্ট বলে হয়তো স্বীকৃতিও পায়না । আর ফুটপাত ও বস্তির নষ্ট সন্তানগুলো আজন্ম নষ্টই থাকে । নষ্ট ভ্র“ন গুলো মাথা ঘামায় না, তাদের নষ্ট সন্তান সস্তা দামে বিকায় । আমি গলির মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকব, সকল নষ্ট সন্তান তোমার জন্য; আমিও নষ্ট, তোমার মত নয় হয়তো আত্মস্বীকৃত ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।