আমাদের কথা খুঁজে নিন

   

আজন্ম স্পৃহার তৃষ্ণা



মানুষ যায়,মানুষের বিভা ও জৌলুস যায়,পরিজন ও আত্মজেরা ঘোলা কাচ হয়ে ওঠে,যাওয়া-টাওয়া বড় বেশী মর্যাদাহীন বড় বেশী অপাংক্তেয় উলঙ্গ করে রাখে। চিহ্নগুলো পড়ে থাকে নিতান্ত হেলায়। পোর্ট্রেটে ধুলো জমে, চুইয়ে পড়ে জরা ও যৌবন। চেনা শয্যায় শুয়ে থাকে প্রজন্ম- উত্তরাধিকার। প্রস্থানের এই টানেল বড় পূঁতিগন্ধময়,বড়ই ধূসর; কাসকেটে লেগে থাকে নখের আঁচড়,লেগে থাকে শ্লেষা,কফ, স্নায়ুর তরল। আজন্ম স্পৃহার তৃষ্ণা সর্বভুক আগুনেই পোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।