আমাদের কথা খুঁজে নিন

   

পরমাণু আলোচনায় পূর্বশর্ত মানবে না ইরান

জানতে চাই জানাতে চাই ইরান এ সপ্তাহের শেষ দিকে নতুন করে শুরু হতে চলা পরমাণু আলোচনার জন্য ছয় বিশ্বশক্তির বেঁধে দেওয়া কোনো পূর্বশর্ত মেনে নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি একথা বলেছেন। ইরানের গণমাধ্যম সালেহির উদ্ধৃতি দিয়ে বলেছে, “বৈঠকের আগে শর্ত বেঁেধ দেওয়া মানেই সিদ্ধান্ত টেনে দেওয়া। এর কোনো অর্থ হয় না। আর কেউই আলোচনার আগে জুড়ে দেওয়া কোনো শর্ত মানবে না।

” ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক বছরেরও বেশি সময় আগে আলোচনা বন্ধ হয়ে যায়। শনিবার ইস্তাম্বুলে পরমাণু আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের উচ্চ-মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কওম শহরের কাছে পার্বত্যাঞ্চলে নির্মিত একটি পরমাণু স্থাপনা বন্ধ করা নিয়ে আলোচনাই এবারের বৈঠকে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সালেহি বলেন, গণমাধ্যমে এ সমস্ত বিষয় উঠে এসেছে। এতে যে উদ্বেগ প্রকাশ পেয়েছে তার ওপর নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্ত জানাতে পারি না।

ইরানের আলোচক দল গণমাধ্যমে প্রকাশিত ওইসব খবরকে গুরুত্ব দেবে না এবং আলোচনায় নিজেদের অবস্থানের পক্ষেই কথা বলবে বলে জানান সালেহি। তিনি বলেন, আমাদের নিজস্ব মতামত আছে। আর ছয় বিশ্বশক্তিরও তাদের মতামত আছে। কিন্তু আমাদেরকে মতৈক্যে পৌঁছার বিষয়গুলো খুঁজে বের করতে হবে। ইস্তাম্বুল বৈঠকের আগে থেকেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পার্বত্যাঞ্চলে নির্মিত পরমাণু স্থাপণা বন্ধের জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই আলোচনা পুনরায় শুরু হতে চলেছে। ইরানের ফার্স বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, “কয়েক সপ্তাহ ধরে চলা বিতর্কের পর ইরান ও ছয় পরশক্তি তাদের প্রথম বৈঠক ইস্তাম্বুলে করতে রাজি হয়েছে। ” ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন প্রেস-টিভিও একই কথা জানায় তাদের প্রতিবেদনে। তুরস্কে প্রথম দফার এ আলোচনা সফল হলে দ্বিতীয় দফায় ইরাকের রাজধানী বাগদাদে আলোচনা হবে বলেও ফার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইরান অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ।

তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।