নামটা মনে রাখবেন # লোকটা মরেছে কষ্ট পেয়ে, হতাশা - অপমানে বিবর্ণ হয়ে। লোকটা কে ? জানার পাই তাগিদ। এগিয়ে গিয়ে দেখি লোকটা 'সন্ধি মুহিদ'! # "চাও যদি তো দেবো অনেক শান্তি। খোলো তবে তোমার মনের গ্রন্থি! করবো তোমায় আমার প্রেমে বন্দি!" -ইতি তোমারই 'সন্ধি'! # আমি বড্ড পিপাসার্ত বুক জুড়ে আমার পিপাসা; সে যদি জানতে পারতো, বাসি তারে কতো ভালোবাসা! # যেন একটা ঘোরের মাঝে আমি! চোখ চেয়ে থেকে, কিছু না দেখে, দীর্ঘশ্বাস ফেলে যাই। সেই শ্বাসের প্রবল স্রোতে যেন- মনোভার নামাতে চাই। হয় না। বৃথা চেষ্টা সব! আবার দম চেপে বসে থাকি, নিথর; নীরব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।