আমাদের কথা খুঁজে নিন

   

পরমাণু গল্প

আমি একজন ঢাবি ছাত্র। ভালবাসি গল্প লিখতে। সব আবুল এক নয়ঃ ২১শে নভেম্বর সকাল সদ্যজাত সন্তানের সামনে দাড়িয়ে পিতা তার সন্তানের নাম ‘আবুল’ রাখার ইচ্ছে পোষন করেছিলেন। কিন্তু জনৈক বন্ধু এই পরামর্শ দিল যে এই নামে সরকারদলীয় এক মন্ত্রী গাছ হওয়ার আগেই ফল খেতে চাওয়ার অপরাধে পদত্যগ করেছেন, তাই এই নাম রাখলে সকলে তার ছেলেকে সকলে জ্বালাতন করবে। ২১শে নভেম্বর বিকাল সদ্য জাত সন্তানের পিতাকে জনৈক বন্ধুর চুল ধরে টানা হেঁচড়া করতে দেখা গেল।

কারন ঠিক তখনই খেলোয়ার ‘আবুল’ ১০০ রান করে সকলের বাহবা নিচ্ছে। পরমাণুপদেশ: কর্মেই পরিচয়, নামে পরিচয় নয়। পরমাণুহস্য গল্পঃ শিপনকে তার মা বাজার থেকে পেঁপে আনতে পাঠালেন। সে খুব নাদুস নুদুস একটা পাকা পেঁপে সস্তায় কিনে বাড়িতে নিয়ে আসল। কিন্তু বাড়িতে এসে আর পেঁপের হদিশ পায়না।

থলের নিচে শুধু পেঁপের চর্ম পরে আছে। রহস্যের শুরু এখানেই। পেঁপে খেল কে। সে বাড়ির ইনেসপেক্টরের কাছে এই ঘটনা খুলে বলল। সাথে সাথেই তার গালের উপর এক ঘা বসিয়ে দিয়ে ইনেসপেক্টর (তার মা) বলল, “গাধা কোথাকার! দেইখা কিনতে পারছ নাই, ক্যামিকেল দেওয়া পেঁপে আনতে আনতে গইলা পইরা গেছে”।

পরমাণুমর্শঃ যাদের হাতে লেখার সময় খুব কম তারা আমার মত পরমাণু গল্প লিখতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।