বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আমার ছোট বেলা থেকেই ২৫ পয়সা ৫০ পয়সা ১ ২ ৫ টাকার কয়েন, বিভিন্ন কারুকাজের দেশী বিদেশী মুদ্র + পুরনো ১, ২টাকা ৫ টাকার নোট, ১০ টাকা পলিমার নোট ইত্যাদি জমানোর সখ ছিল । ডাক টিকেটেরও । ঘরে প্রায় হাজার খানেক মূল্য মানের পয়সা আছে আদতে এগুলো বর্তমান ১ টাকা বা ৫ টাকার কয়েন থেকে ভারী !! এখন শুধু মাত্র সখেই রাখছি । ঘরে যদি চুরি ডাকাতি হয় কিংবা বিপদ হয় তখন যদি সরকারীভাবে চেক করার সময় এতগুলি দেখা যায় তখন নানান প্রশ্নের সম্মুখীন হতে পারি । তার উপর বিপুল পরিমান । আমি এগুলি হাত ছাড়া করতেও চাচ্ছি না, অনেক দিনের সখের জমানো তাই । তাই এর জন্য কোন ধরনের ক্লিয়ারেন্স তৈরী করা যাবে কি ? করা গেলে কিভাবে ? সহজ পদ্ধতি জানতে চাচ্ছি । ধন্যবাদ অগ্রিম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।