আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত বিষাদগার !!

ভালোবাসা ভালোবাসি। এইতো বেশিদিন আগের কথা নয়। প্রতি ঈদ এই চট্টগ্রাম যেতে হতো দুর্বিষহ যানজট সামলে!! ১০ ১২ ঘণ্টা বাসে বসে থেকে হাপিয়ে উঠতাম, বাস থেকে নামার পর মনে হতো কোথাও থেকে মাটি কাটার কামলা দিয়া আসছি। লক্ষ্য করতাম বাসের সামনের গ্লাসে কিছু মুখের অবাক চাহনি!! ইয়া বড় বড় চোখ দিয়ে ইতিউতি কি যেন খুঁজছে তারা, মাঝেমধ্যে ওই গ্লাসে হাল্কা চাটাচাটি। বোধ করি গ্লাসে তারা তাদের চেহারা দেখতে পেয়েছিল!! হে হে এই দৃশ্য কয়েক মিনিট দেখা যায়, উপভোগ করা যায়, তাই বলে ৫ ৬ ঘণ্টা!!! মাঝে মাঝে নিজেকেও ওই অসহায় মূক পশু গুলার মত মনে হইত!! পার্থক্য শুধু এটাই উনারা স্বেচ্ছায় এই অসহায়ত্ব বরণ করে নাই কিন্তু আমি করেছি!!! আর তার উপর ছিল আশপাশের গাড়ির তীব্র চীৎকার, আলোর ঝলকানি, ঘুম তো পালাইতই যাওয়ার সময় উপহার হিসেবে দিয়ে যেত মাথা ব্যথা। সেবার পণ করেছিলাম রাতের ভ্রমণে সামনের সিটে আর নয়। সেসব এখন গত হয়েছে, আমাকে আর এই যানজট ঠেলে চট্টগ্রাম যেতে হয়না। ওই অবোধ মূক পশু গুলানেরও আর দেখতে হয়না ঘণ্টার পর ঘণ্টা!! কিন্তু তখন টিভিতে যেই লোক গুলারে দেখতাম লঞ্চে, বাসে ভয়ানক ভিড়ে ঠেলাঠেলি করে যাচ্ছে কিন্তু মুখে কি এক তৃপ্তির হাসি, আমি সেই তৃপ্তি পেতাম বাস থেকে নামার পর। তৃপ্তিতে হাসি একান ওকান হয়ে যেত। বুক ভরে নিঃশ্বাস নিতাম!! আজ আমি এসব থেকে বঞ্চিত কারণ আমি যে ঢাকাবাসী!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।