আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত কথন

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

সুখ দুঃখ আর হাসি কান্নার সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে কালের গর্ভে আরও একটি বছর। ব্যক্তিজীবনে একটি বছর চলে যাওয়া মানে জীবন থেকে একটি বছর বাদ পড়া। কত বছর আর আয়ু নিয়েই এসেছি পৃথিবীতে? কাল আর মহাকালের হিসেবে সেটি নিতান্তই নগন্য। ব্যক্তি জীবনে কয়েকটি দুঃখ জনক ঘটনা আর ব্যর্থতা দিয়েই বছরটি শুরু হয় গতানুগতিকভাবে। আবার শেষও হয়।

জীবনের শেষ সীমা জানা নেই। এখনও বেঁচে আছি তাই এই লেখা। এজন্য পরম করুণাময়ের কাছে শতকোটি শুকরিয়া। বছরের শুরুতে আলোচিত পিলখানার নারকীয় ঘটনা আমাদের পারিবারিক জীবনে নেমে আসে অন্যান্য বিডিআর জওযানদের পরিবারের মতোই অনিশ্চয়তা আর দুর্ভোগের। যা এখনও বর্তমান, নতুন বছরে নতুন কোন আশার বাণী বা বার্তা নিয়ে আসেনি।

পূর্বের হতাশা আর দুর্ভোগ অনিশ্চয়তাকে বয়ে বেড়াতে হবে হয়তো সামনের বছরটিতেও। কিন্তু আর কতদিন? এর উত্তর কারও জানা নেই। আমরা সেজ ভাই ছাড়া দুটো ঈদ পালন করলাম, ভাইয়ের মেয়ের বিয়ে দিলাম তার অনুপস্থিতিতে। বড় শখ করেছিলেন গত জুন মাসে চাকুরী হতে অবসর নিয়ে তিনি বড় করে অনুষ্ঠান করে একমাত্র মেয়ের বিয়ে দিবেন। কিন্তু তা আর হলো না।

বাড়িতে অসুস্থ স্বামীহারা আমার বৃদ্ধা মা জানেন না, তার ছেলে আর কতদিন বিনা বিচারে কারান্তরালে থাকবে, কবে বাড়িতে ফিরবে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।