'প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ পেতে হবে' জন্মেই হাতে ধরিয়ে দেওয়া মৃত্যু-সনদ ... সরাইখানায় কিয়ৎক্ষণ পান্থজন আমি ... বাউলের একতারায় সময়সাগরে হাবুডুবু- 'খাঁচার ভেতর অচিন পাখী' -- পাখীটিকে কি চেনা যায়? সাঁইজি, তুমি কি চিনেছিলে? জ্ঞাণী সোক্রটিসের উপদেশ 'নিজেকে জান' -- নিজেকে কি জানা যায়? গুরু, তুমি কি জেনেছিলে? শুনেছি খেরোখাতায় চলছে ডাটা-এন্ট্রি ঈশ্বরের আজ্ঞা- নির্মোহ কেরামুন কাতেবিন। নিজেকে চিনিনি আমি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পৃথিবীর পথিক হাতে নেই জপমালা, খাস দিলে হইনি কখনো জায়নামাজ আসীন প্রত্যয়ী কন্ঠে হয়নি বলা 'লাব্বায়েক'- বান্দা হাজির গভীর বিশ্বাসে করা হয়নি ক্বাবা প্রদক্ষিণ। তবুও ত্রস্ত নই আমি, নিকুচি করি খেরোখাতা পেয়েছি আমার ব্যক্তিগত ওহী- ভালবাসো- ভালবাসো-ভালবাসো ভালবাসো সুর, সঙ্গীত আর কবিতা ভালবাসো নিসর্গ, ফুল, নদী আর নারী ভালবাসো মানব আর মানবতা ভালবাসো মানবের যত শুভ ইচ্ছা ভালবাসায় নির্বাপিত জাহান্নাম আগুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।