কী লিখব এখনো ঠিক করে উঠা হয়নি। ব্লগে রেজিষ্ট্রেশন করে এদিক ওদিক ঘুরছি। ব্লগারদের লেখা পড়ছি। কোন কোনটার েেত্র মন্তব্য করতেও চেয়েছি। কিন্তু তাতে কিছু বিধি নিষেধ আছে বলে সম্ভব হলো না।
এজন্য কিছুটা বিরক্তিও ধরেছে মনে। হয়ত এর দরকার আছে। কিন্তু একজন অনভিজ্ঞ ব্লগারের জন্য এ এক বাড়তি যন্ত্রনা। আমি আবার যন্ত্রে একেবারেই ব-কলম। তাই বহুণ চেষ্টা করেও বুঝতে পারছিলাম না কোথায় কিভাবে লিখব বা কিভাবে সে লেখা পোষ্ট করবো।
অবশেষে একটা উদ্ধার সূত্র পেলাম। অবশ্য আমি নিশ্চিত নই সে উদ্ধার সূত্র আমাকে উদ্ধার করবে কিনা। যতণ না লেখাটা প্রকাশ না পায় ততণ নিশ্চিত হওয়ারও কোন উপায় নেই। যদি উদ্ধার না করে তবে কী হবে? আমার এই মহান সৃষ্টি কর্ম কি আমার পিসিতেই মরতে বসবে?
আপাদত এই। কেননা অন্য কিছু মনেও আসছেনা।
জীবনে কোন দিন ডায়রি পর্যন্ত লিখিনি। সেই আমি কিনা রীতিমত ব্লগ লিখছি! মাশা’আল্লাহ। ইতিমধ্যে আমার নামটা ব্লগারদের তালিকায় জ্বলজ্বল করছে। আহা! দেখতে কতইনা ভাল লাগছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।