আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্বের দাবিতে নগ্ন প্রতিবাদ!

মাতৃত্ব নারীর সবচেয়ে গৌরবের এবং একান্ত বিষয় হিসেবেই এতদিন ধরে জেনে আসতাম। কিন্তু নারীর এই মাতৃত্বের উপরেও হামলে পড়েছে তথাকথিত সমাজ সংস্কারকরা। নারীর দেহকে সন্তান উৎপাদনের খামারে পরিণত করার চেষ্টা চলছে বিশ্বের নানান প্রান্তে। তারই ধারাবাহিকতায় ব্রাজিলের সরকারও মাতৃত্ব নিয়ে জারি করেছে নতুন আইন। কিন্তু সরকারের এই আইনকে কোন ভাবেই মেনে নিতে পারছে না সে দেশের নারীরা।

ব্রাজিলের নারীরা সরকারের আইনের প্রতিবাদ করেছে জনসম্মুখে নিজেদের শরীর নগ্ন করে। ব্রাজিলের নারীদের নগ্ন আন্দোলনের ছবি: http://www.notun-din.com/?p=3650 নারীর শরীরের মালিক কেবল নারী। চাইলেই কোন সরকার বা ব্যক্তি এই শরীরের মালিক হতে পারে না। পারে না এই শরীরের উপর চাপিয়ে দিতে কোন অন্যায় সিদ্ধান্ত। কিন্তু নারীদের এই দাবি কেন শুনতে যাবে সমাজ সংস্কারকরা।

তাদের দাবি ব্রাজিলে ধর্ষিতা নারীরা চাইলে আর গর্ভপাত ঘটাতে পারবে না। গর্ভপাত রোধে সরকার বাধ্যমূলকভাবে ধর্ষিতাদের নিবন্ধনের আইন চালু করতে যাচ্ছে। আর যার বিরুদ্ধেই নারীদের নগ্ন প্রতিবাদ। আশা করি, তাদের আন্দোলন সফল হবে। তাদের শরীরের উপর চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করবে সরকারকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।