আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃত্বের স্বাদ চান সানি

বলিউডের অভিনেত্রী সানি লিওন মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অবশ্য ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা হিসেবে ব্যাপক পরিচিত সানি তার ক্যারিয়ারের ব্যাপারে বেশ সচেতন।

জানা যায়, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানি লিওন। তিনি জানান, সন্তান হওয়ার পরও নারীরা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকছে। আর তাই ব্যস্ততার মধ্যে হলেও তিনি মা হতে চান।

সানি আরও বলেন, আমি মা হতে চাই। তবে কবে, তা আমি জানি না। বর্তমানে আমার জীবনের সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমার যদি একটি সন্তান হয়, তাহলে তা হবে সত্যিই অসাধারণ।

বেশিরভাগ অভিনেত্রীরা বিয়ের আগেই ক্যারিয়ার গোছানোয় মন দেন।

সানি লিওন এক্ষেত্রে ব্যতিক্রম। এ বিষয়ে সানির মন্তব্য, আমি একজন অভিনেত্রী। আমি বিবাহিত বা আমার সন্তান আছে কি না, এটি এখানে মুখ্য বিষয় নয়। তবে আমার স্বামী এবং আমার পরিবার আমাকে সবসময়ই অনেক বেশি সহযোগিতা করে থাকে। এ দিক থেকে আমি খুবই ভাগ্যবান।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।