আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজত কি বাকস্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর দিন

আমি এক যাযাবর.... হেফাজতে ইসলামের আন্দোলনের প্রেক্ষিতে আলোচনার ঝড় উঠেছে ব্লগে। হেফাজতের প্রধান দাবি নাস্তিকদের সাজার প্রসঙ্গে অনেকে মতপ্রকাশের অধিকারের বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য: ১. হেফাজতের বিরুদ্ধে বলা হচ্ছে, তারা ব্লগারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেউ কেউ আবার ব্লগার কম্যুনিটিকে একত্র হয়ে হেফাজতের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন। আমার প্রশ্ন, হেফাজত কি ঢালাওভাবে ব্লগারদের অভিযুক্ত করেছে, নাকি সুনির্দিষ্ট কিছু ব্লগারের বিচারের দাবি করছেন? ২. হেফাজতের বিরুদ্ধে বলা হচ্ছে, তারা মতপ্রকাশের অধিকার হরণ করতে চাইছে।

কিন্তু ধর্মের অবমাননা ছাড়া অন্য কোনো ইস্যুতে মতপ্রকাশের বিরুদ্ধে হেফাজত কি কোনো বক্তব্য দিয়েছে? একটা ইস্যুতে হেফাজত হয়তো মতপ্রকাশের নিয়ন্ত্রণ চাইছে। এটাকে কি সামগ্রিক মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে দাড় করানো যায়? ৩. আসিফ মহিউদ্দিন গং তাদের ব্লগগুলোতে ইসলাম ও এর নবির ব্যাপারে যা লিখেছে, তা কি অপরাধের আওতায় পড়ে না? নাস্তিক হওয়া অবশ্যই একজন মানুষের অধিকার। কিন্তু অন্যের বিশ্বাসের ওপর নগ্নভাবে হামলা করা কি সভ্যতা? এর কি বিচার হওয়া উচিত নয়? ধর্মকারী ব্লগসহ নাস্তিকদের ব্লগগুলোতে ইসলামকে যেভাবে অসম্মানিত করা হয়েছে, সেটাই কি মতপ্রকাশের অধিকার? একটা সমাজে যদি একে অন্যের বিশ্বাসের জায়গাগুলোকে যুক্তির পরিবর্তে নগ্নভাবে হামলা করে, তাহলে সেই সমাজে কি শান্তি বিনষ্ট হবে না? যারা এধরনের অপরাধ করবে, তাদের কি সাজা হ্ওয়া উচিত না? পরিশেষে বলতে চাই, পৃথিবীব্যাপী মতপ্রকাশের অধিকার বল্গাহীন কিংবা অবারিত নয়। সবগুলো মানবাধিকার সনদ এমনকি বাংলাদেশের আইনেও বাকস্বাধীনতা বা মতপ্রকাশের অধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সুতরাং, হেফাজতে ইসলামের ঢালাও সমালোচনা কাম্য নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.