আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজত জিন্দাবাদ।

এখানে গৃহী হওয়ার মত কেউ নয়! সংসার বিরাগির মত আমিও বলতে চাই- রাজপথ দেখেছ, নিল রাজপথ, নিল নিয়ন.... বহুদিন পরে বহু পথ ঘুরে দুনিয়া ঘুরে ঘুরতে ঘুরে আমি আবার এসে পড়লাম দেশের সর্ব প্রথম, সর্ব বৃহৎ, সর্ব সেরা, সর্ব চেনা, সর্ব হারা, সামহোয়ার ইন ব্লগে। এই ব্লগের কথা বলে শেষ করা যাবেনা এতটুকু বলতে পারি সামুর কথা বলতে গেলে সামুর সার্ভার মেমোরি শেষ হয়ে যাবে , বাংলাদেশের সকল ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে তবু তাহার বর্ণন শেষ হবার নয়। ফিরে আসি নিজের কথায়। এটা অনেক সহজ অনেক অল্প যৎসামান্য। কেন এই ফিরে আসা? কেন এই ব্যাকুলতা? কি সেই মহা মন্ত্র যার তাড়নাই এই ছুটে আসা? তার উত্তর নিহিত মৃত আছে নিচের দু লাইনে ঃ "চোখটি মুদে, মুখটি বুজে থাকবি কত কাল? মোদের ইসলাম চুষে খেলো নাস্তিক বল্গার" কি সাংঘাতিক , কি মর্মান্তিক , কি লোমহর্ষক , কি আচানক চমৎকার ব্যাপার ! আমার ভায়েরা আমার হুজুরেরা আমার তৌহিদি জনতা আজ সুর কোরে শুনিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কিভাবে ব্লগার ব্লগিং করতেছেন।

কি তাদের আধ্যাত্মিকতা , কি অন্তর্ভেদী , কি ব্লগ ভেদী, ফাইবার অপটিক্সে গামী তাদের চিন্তা চেতনা। তারা আজ শশা খেয়ে , তরমুজ খেয়ে, স্যালাইন খেয়ে, জুশ খেয়ে, বিরানি না পেয়ে চামে দুই প্যাকেট বাগিয়ে বলতে চান এই দেশে নাস্তিকের কুনো ঠায় নাই। মেয়েরা বুরখা পরবে বাধ্যতা মূলক, নারী পুরুষ একসাথে চলাফেরা করিবেনা, মেয়েরা আলাদা পড়িবে , ছেলেরা আলাদা পড়িবে। নাস্তিক বল্গার যারা জুশ মনেকরে চুশ.... (আস্তাগফিরুল্লাহ) আজ জেগে উঠেছে তৌহিদি জনতা, এমন দিনে ঘরে থাকা দায়। তাই আমি কফি হাতে মাঠে নেমে পড়লাম গুনগুনিয়ে সেই সুর শিট মানে গজলের সুর তানা নানা নানা নানা নান্নানানানাআআ ট্যাট্যা ট্যাট্যা ট্যাট্টেটেটে ট্যাট্ট্যাট টেটেট ।

বাকশালী সরকার, নাস্তিক ব্লগার এবং তাদের দোসর রা সাবধান। আমাদের সাথে আছে তৌহিদি মুদুদ, চাচা, গামছা , আন্ডা, মিস্টিরিয়াস বি, আরও কত কি লিখতে থাকলে কিবোর্ড ভিজে যাবে। তাই কথা আর না বাড়িয়ে বলতে চাই তৌবা কর , এসো আমার পাসে একটি শশা বা ওয়াটারমেলন হাতে বল সফি সাহেব জিন্দাবাদ, হেফাজত জিন্দাবাদ। আর কোন ছেলে ক্লাশের ফার্স্ট গার্ল কে ফেলিতে না পারিয়া গোপনে কাঁদিবেন। আর কোন ছেলে বাসে ৯ সিট ফাকা রাখিয়া দাঁড়িয়ে থাকিবেনা।

ভার্সিটি ভর্তি পরীক্ষায় কমিয়া যাইবে প্রতিযোগিতা , সমাধান হইবে হল সমস্যার। পাশ করিয়াই পাইবে চাকুরী। এই সকল সুবিধার কথা বলিয়া শেষ হইবে না । বলেন এর পরেও কি আপনাদের মাঝে এমন মূর্খ আছে যারা হুজুরের বিপক্ষে থাকিবেন? আগামী ৫ তারিখ রাস্তায় নামিয়া আসুন শশা হাতে আমি নামতে-শি আপনি নামছেন তো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.