আমাদের কথা খুঁজে নিন

   

হাসিমুখে কবরের মুখের গহবরে ঢুকে পড়া- এ যাবতকালের সবচেয়ে আকাঙ্খিত স্বপ্ন

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! একাকী রাস্তায় গানওয়ালা গান গেয়ে হেটে যায় দৃষ্টি সীমানার 'পরে! জারুলের ছায়ায় বিষাদলিরিক বাঁশি বাজিয়ে যায় রাখাল বালক! নাগরিক জানালায় বন্দি শিশুর প্রকৃতির সাথে বিচ্ছেদ!একলা পাখির বৃষ্টিতে না ভেজার গল্প- বিষাদময়! এগুলো কিসের অসুখ! জানি না - আমি কিছুই জানি না ! বৃক্ষের বাকলে থাকে প্রাচীন একাকীত্বের কবিতা, রাতের জোৎস্নায় সাতার কাটে পাচটি রাঁজহাস, ওদের ডানায় নেচে ঊঠে মৃত পরীদের আত্মা। রাতের নির্যাস থেকে কারা চুরি করে নিয়ে যায় সুখের চিহ্ন !যে কারওই বন্দিজীবনের গল্প এরকম ! কোন ছুটির দিনে এই ধুসর শহর ছেড়ে অচিনপুর ট্রেনে চেপে বসি- সবুজ দ্বীপের উদ্দেশ্যে। যেখানে লালকাঁকড়ার পায়ে সুতো লাগিয়ে ঘুড়ি উড়ানোর শখ বহুদিনের।নির্জন দ্বীপের গাছের শাখায় শাখায় খুজে বেড়াই আমার পাখিজন্মের প্রেমিকা মুনিয়াপাখির! দেখি, সেখানকার সকল প্রজাপতি ঊড়তে ভুলে গিয়ে বিষণ্ণ বাটফুলের চোখ হয়ে গ্যাছে। দৃশ্যত আমার মাথায় ঘটে এইসব দুঃস্বপ্ন হয়ে ইনসমনিয়াক রাতের ডানায় চেপে! বুকপকেটে আলো এবং মৃত্যুর প্রেম নিয়ে লেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা নিয়ে হাঁটি ক্লান্তিহীন ঘুমের ভিতর।মেঘের অভিশাপ নিয়ে বৃক্ষের বিষাদের দিকে তাকিয়ে থাকি! কেন? জানি না। এইসব অসুস্থ পঙক্তিমালা জন্মাবধি হেমলকের পাত্রে ধারণকৃত। দৃশ্যত হাসিমুখে কবরের মুখের গহবরে ঢুকে পড়া- এ যাবতকালের সবচেয়ে আকাঙ্খিত স্বপ্ন!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।