আমাদের কথা খুঁজে নিন

   

দিনশেষে সবাই হাসিমুখে বাড়ি ফিরতে পারেনা

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

ভাল উপার্জনের একটা উৎস, আর একটা ভাল সঙ্গীই যদি হয় জীবনে সুখী হওয়ার মাপকাঠি, তবে ক্রিড়া তারকাদের সফলতার হারই কি বেশী নয়?! টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচের খেলা আমার ভাল্লাগে না, কিন্তু তার বাগদত্তা... মাইরি সেরাম! কি হাসি, উফফফফফ! ! বাংলাদেশের ক্রিকেট স্টার আবদুর রাজ্জাককে সাধারণ চোখে দেখলেতো সুন্দরী পটার কথা না.. অথচ বিয়ে করলো বেসরকারি বিশ্ববিদ্যায়লয় পড়ুয়া মেয়েকে, দেখতেও সুন্দর! উইসান বোল্টও চাইলে যেকোন শ্বেতাঙ্গ সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে আমার বিশ্বাস, নিগ্রো বিয়ে করতে হবেনা । যদিও তারা স্বজাতিই বিয়ে করবেন জানা কথা । । উল্টাও জুটে, বা খেলোয়াড় নিজেই জুটায়...।

বিকিনি পরিধান করে অভিনয়ের ব্যাপার আসলে পরিচালকদের মাথায় যার কথা সবার আগে আসে, সেই লারা দত্তকেও ভালবেসে বিয়ে করেছেন ভারতেরই এক টেনিস তারকা, করতেই পারেন । আমরা যারা সাধারণ, আমাদের অনেকেরও আছে বর্ণিল জীবন । খ্যাতিমান যারা এসব ক্ষেত্রে তাদের ভাগ্য খ্যাতি পেয়ে যাওয়ার পরে তৈরি হয়ে যায় তাদের ইচ্ছে মত, আমরাও সুখের জন্য পরিশ্রম করি, করতে হয়, তাও দিনশেষে সবাই হাসিমুখে বাড়ি ফিরতে পারেনা । এইতো জীবন । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।