আমাদের কথা খুঁজে নিন

   

হাসিমুখে আমি তখন বিষাদ নিয়েই হাঁটি...

মুন রিভার ... জলের উপর নিয়ন আলোর রঙ আকাশ তখন শান্ত, কিছু নীল আমি একা শুনেই বাতাস পাশে মুহূর্তে রাত নিজেই হাসিমুখ। নীরবতা সুর সাজিয়ে আমাকে বুঝুক... আমায় কে বোঝে? সবুজ গাছ আমি তবু চার দেয়ালের লোক তোমার মতই ভুল স্রোতে সাঁতরাই সন্ধ্যা রাতে যাই বুঝে যাই হাজার তারার শ্লোক... সিগনালে যে ক্লান্ত মুখে, সব ভালো তার হোক! সব ভালো হোক, ফিরে চাওয়ার দিন সব ভালো হোক, তুমুল বিষাদ ভোর রাত খুঁজে পাক সরল চোখের কালো রাত হয়ে যাক শব্দ কুহক, ঘুমহারা প্রহর। জলের উপর নিয়ন আলোর রঙ আকাশ তখন খানিক এলোমেলো শব্দ পাখির দল বিবাগী চুপ বৃষ্টি নামে, নগর তখন আরাম শীতল পাটি... হাসিমুখে আমি তখন বিষাদ নিয়েই হাঁটি।। ভোরের আকাশ প্রার্থিত খুব, রোজ'  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।