দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ক্যাঙ্গারুর দেশ হিসেবে অস্ট্রেলিয়া দুনিয়া জুড়ে পরিচিত। বহু বছর আগে দেশটিতে দৈত্যাকৃতির ক্যাঙ্গারুদের বসবাস ছিল, সে তথ্যও অনেকের জানা আছে। এতদিনের ধারণা ছিল ওসব দৈত্যাকার ক্যাঙ্গারু বিলীন হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন দায়ী। কিন্তু নতুন এক গবেষণার ফলে জানা গেছে, জলবায়ু পরিবর্তন নয়, মানুষের আক্রমণের শিকার হয়েই বিলীন হয়েছে ওসব ক্যাঙ্গারু। ইউনিভার্সিটি অব তাসমানিয়ার স্কুল অব জুলজির অধ্যাপক খ্রিস জনসনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় প্রমাণিত হয়েছে, প্রায় ১ লাখ ৩০ হাজার বছর আগে দাপটের সঙ্গেই অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াত দৈত্যাকৃতির ক্যাঙ্গারুগুলো। ক্যাঙ্গারুগুলোর বিচরণক্ষেত্রে ধীরে ধীরে মানুষের আনাগোনা বেড়ে গেলে মারা পড়তে থাকে ওরা। প্রায় ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায় ওরা। গবেষণার ফল শনিবার সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।