আমাদের কথা খুঁজে নিন

   

নূরা চুরার ইসলাম বাঁচাও !

মানবাধিকার কর্মী একদা নুরা চুরা নামে এক কূখ্যাত চুরা খাদে পরিয়াছিলো। খাদে পরিয়াই সে চিৎকার জুরিয়া দিলো - ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, আমাকে টানিয়া তুলো। চারিদিক হইতে লোকেরা ছুটিয়া আসিয়া দড়ি ফালাইয়া নুরা চুরাকে টানিয়া তুলিলো। তুলিবার পরে নুরা চুরাকে দেখিয়া লোকেরা হাহাকার করিয়া উঠিলো, সুধাইলো এই ব্যাটা চুর, তোর সাথে ইসলামের কি সম্পর্ক? নুরা চুরা কহিলো- আমার নাম নুরুল ইসলাম। চুরাকে বাঁচাও বলিলে তো কেহই আসিতোনা, তাই ইসলাম বাঁচাও বলিয়া ডাক পারিয়াছি।

রাজাকারকে, যুদ্ধাপরাধীকে, জামাতকে বাঁচাইতে হইবে এই ডাক পারিলে কেহই রাজাকারকে ফাঁসির দড়ি থেইকা বাঁচাইতে আসিবেনা। এই কারনে আজকে দেশে ইসলাম বাঁচাইবার রব উঠিয়াছে, এই রবে জামাতের রাজাকারের বাঁচিয়া যাইবার স্বপ্ন দেখিতেছে, উহাদের যুক্তি হইতেছে যে যেহেতু উহাদের নাম 'জামাত ইসলাম' তাই উহারা জামাতের বিপদে 'ইসলাম বাঁচাও' রব তুলিবার অধিকার রাখে। তবে এক্ষনে বিপদ আরেকরূপ ধারণ করিয়াছে। জামাত ইতিপূর্বেও ইসলাম বাঁচাও রব তুলিয়া নিজেদের বিপদ হইতে বাঁচাইয়াছে, এখন আর উহাদের ডাকে লোকে সারা দেয়না। তাই দরকার হইয়াছে হেফাজতে ইসলাম নামক দড়ি, যেই দড়ি ধরিয়া বিএনপি ও জাতীয় পার্টির লুকেরা উহাকে টানিয়া খাদ হইতে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করিয়াছে।

কিন্তু বিপদ অন্যখানে, যে হেফাজতে ইসলামকে বিএনপি এবং জাতীয় পার্টি রজ্জু সমঝাইছে, উহা অলরেডি সাপ নিকলাইয়াছে। এই সাপ ইসলাম বাঁচাওএর দাবি তুলিয়া জামাত, বিএনপি, জাতীয় পার্টিকে গিলিয়া খাইবে, সেই দিন বেশি দূরে নাই। (ফেসবুক থেকে নেওয়া) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।