ঝাকের কই হবার চেয়ে বন্ধুহীনথাকা ভাল, বিবেক বিক্রি করুম না, পারলে ঠেকাও ! ratul.mahmud@yahoo.com
নুরার গুনগানে আমাদের পরাণ
নাচিয়া উঠিল মধুরও প্রয়ান,
কেমনে ডাকিল নুরা কিরোরে,
কিরো কহিল বোকাচুদা দুরে।
নব্য কিরো করিয়া ক্রন্দন
কহিল সখী আওরাংওটাংরে,
কেন এই ভালবাসা কিরো আমারে
দিলনা ফিরায়ে তৈল দিয়া ভেতরে।
কত যে ভালবেসেছিনু তাহারে,
কত যে আপন আমার এই অন্তরে,
বুজিলো না কেহ , বুঝিল না!!
(নূরা কাদিতে কাদিতে চলিয়া গেল !! )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।