আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... ১। বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা সবাইকে.......
২। তারপর গরমাগরম চা/কফি....
৩। চা/কফি খেতে খেতে কৌতুক পড়ে একগাল হেসে নেই.......
ক) এক ব্যক্তি গ্রামের সব সিগারেটখোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সর্ম্পকে বুঝানোর জন্য ।
প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন।
তারপর ঐ জারে একটি পোকা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর পোকাটি মারা গেল।
তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ থেকে আপনারা কি শিখলেন?
এক সিগারেট খোর লোক দাঁড়িয়ে বললো,এ থেকে আমরা শিখলাম,
সিগারেট খেলে পেটের সব পোকামাকড় মারা যায়।
খ) স্ত্রী: এ্যাই, খেলার চ্যানেল পাল্টাও, আমি এখন রেসিপির অনুষ্ঠান দেখব।
স্বামী: রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?
স্ত্রী: এই বুড়ো বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে?
গ) একসঙ্গে বেড়াতে যাওয়ার আগে ৪০ মিনিট ধরে আইব্রো পেনসিল, আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, টোনার, ব্লাশ ও লিপস্টিকের যথাযথ সদ্ব্যবহার করে নিয়ে স্ত্রী স্বামীর দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, দেখো তো, আমাকে ন্যাচারাল দেখাচ্ছে কি না!
ঙ) মফস্বল শহরে বেড়াতে এসে একজন ট্যুরিষ্ট একটা রেস্তোরাঁয় ঢুকল।
ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিল। খাওয়া শেষে তাকে বলা হল বিল পঁচিশ টাকা।
ট্যুরিষ্ট বলল, এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না?
ওয়েটার বলল, ডিম পাওয়া যায়, কিন্তু ট্যুরিষ্ট পাওয়া যায় না।
চ) জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল। তখন এক ইঁদুর আসলো আর বলল: ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস, দেখ জঙ্গল কত সুন্দর!
চিতা ইদুরের সাথে যেতে লাগল।
সামনে হাতি ড্রাগ নিচ্ছিল, ইঁদুর হাতিকেও একই কথা বলল। এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে। ইঁদুর যখন তাকেও একই কথা বলল, সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রেখে ইদুরকে দিল কইষা একটা থাপ্পড়!!
হাতি: বেচারাকে কেন মারতাছ?
বাঘ: এই শালা কালকেও গাঁজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরাইছিল
ছ) -তিন ভাই: একজন সোম, আর একজন মঙ্গল, অপরজন বুধ। এর মধ্যে সোম আর বুধ প্রচুর পড়ালেখা করেছে কিন্তু ওদের চাকরি হইনি এবং ওরা গরিব।
অপরদিকে মঙ্গল পড়ালেখা না করেই চাকরি হয়েছে এবং সে ধনী। কেন?
-কারন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।
৪। তারপর উদাস মনে আকাশের দিকে তাকান...... দেখেন কেমন ভাল লাগে । ভালবাসার আকাশ.........
৫।
তারপর একটু ভেবে দেখুন তো ....ওইটাও কি আসল...... গেঞ্জিতে যে ব্যাটা হাসতাছে । আমার মনে হয় ব্যাটা প্রথমে এরাম হাসি হাইসা ছবি তুলছে । তারপর গেঞ্জিতে আর্ট করাইয়া গেঞ্জি পড়ে ছবি তুলছে ওই ঢংয়ে......
৬। চিন্তা ভাবনা বাদ দিয়া একটু রোমান্টিক জগতে ঢুকে পড়ুন......
৭। হঠাৎই আপনার চোখ এ কিসের উপর পড়ল........একি!!!!!!!! কিন্তু সিস্টেম টা ভালই লাগছে ।
্আপনি এরকম করতে পারেন..........
৮। আবার আপনি আশ্চর্য্য হলেন আপনার সঙী করছে টা কি? মোবাইল তালা মাইরা রাখছে । আহারে বেচারা জীবনে এত্ ওজন সহ্য করছে ।
৯। তারপর আবার কল্পনায় হারিয়ে গিয়ে দেখুন আকাশের সূর্যটাও আপনাকে খুশিতে হাসছে...... কি সুখি তাই না?
কি!!!!!!!!!! কিছুটা কি কল্পনায় নিয়ে যেতে পেরেছি.....
বিভিন্ন জায়গা হতে সংগৃহীত............... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।