বৃষ্টির ঘ্রাণ নিয়ে
উড়ে আসা আলতো বাতাস,
কার ছোঁয়া নিয়ে এসে
চিবুক ছুঁয়ে যায়!
সাঁঝবেলার মেঘ মেঘ
লালচে ধূসর আকাশ,
মিটমিটে বাতি জ্বলে মেঘের ফাঁকে
একটা-দুটো তারায়।
ঠোঁটের ভাঁজে, এলোচুলে
দোলা দেয় স্বপ্নের আভাস,
হলদে নিয়ন বাতি যেন
প্রতীক্ষার আলো ছড়ায়।
বাতাস ছুঁয়ে ছুঁয়ে আসবে উড়ে
ভালবাসার আশ্বাস,
একবুক আশা নিয়ে তাই
একা বসে খোলা বারান্দায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।