আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিভেজা ট্রেন

শাফিক আফতাব................ বৃষ্টিভেজা ট্রেনে তুমি আমি আজও এই শহরে আসি পড়ে থাকে ধানক্ষেত, বাঁশঝাড় মায়ের আদুরে আঁচল কলেজ শেষে আবার ফিরি বাসায়, খেলে কানামাছি _ তুমি দেখিয়েছিলে একদিন দূরদিগন্তে স্থীর হিমাচল। ধবধরে সাদা কলেজ ড্রেসে ফুটিছিলো যেন সাদাগোলাপ গন্ধহীন অথচ কত সুঘ্রাণ লেগেছিলো পাজামা সালোয়ারে_ ট্রেনের ঝিকি ঝিকি শব্দে মুখে ফুটেছিলো পাগলের প্রলাপ ; পুলকেরা ঝুরঝুর ফুলের দলে ভরে দিয়েছিলো আমারে। বৃষ্টিভেজা ট্রেনে ভ্রমণে আমরা ভিজে ভিজে সাড়া জলছাপে তোমার মসৃণ দেহ থেকে ফুটে উঠে নরম স্বর্ণঘড়া তেঁতুল দেখে মুখের পরে যেমন ঝরে লালা আপনাই খুলে গিয়েছিলো বেহুলার বাসরের তালা। কতগুলো দিনে কেটে গেছে, বছর ; আজ কতদূর তুমি ? ট্রেনে ভিজে আজও ফিরি, আজও ভিজে যায় মম মনোভুমি ০৯.৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।