মুহসিন আব্দুল্লাহ
বৃষ্টিভেজা মন
মুহসিন আব্দুল্লাহ
উড়ু উড়ু মন আমার উড়ে যেতে চায়
উড়তে পারেনা তবু বৃষ্টিতে ভেজা ডানায়
বুকের ছোট্ট নীড়ে অভুক্ত দিন কেটে যায়
বৃষ্টিতে একাকার অশ্রু ধুয়ে যায় চোখের কোণায় ।
নকশী কাঁথার মাঠে জল থই থই
ঘরে একা বিরহী সোনা নিরুদ্দেশ রুপই
তবুও থামেনা আলো আধারি অঝোর বৃষ্টি
উড়তে পারেনা মন, দুচোখে বিষণ্ণ দৃষ্টি ।
এমন বৃষ্টি চাই অবিরল অঝোর ধারায়
অন্তরের পংকিলতা যেন যায় মুছে যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।