সুখময় পৃথিবী চাই। অবশেষে এই সপ্তাহের ছুটিতে দেখেই ফেললাম মিশন ইমপসিবল ঘোস্ট প্রটোকল। যতটানা অবাক হয়েছি সিনেমার স্পেশাল এফেক্ট, তার চেয়ে বেশী অবাক হয়েছি ৫০ বিয়োগ ১ বছর বয়সী টম ক্রুজের কসরত দেখে।
সিনেমাটার গল্প মোটামুটি নিউক্লিয়ার ওয়ার এক্সট্রিমিষ্ট বা পারোমানবিক সন্ত্রাসীদের কর্মকান্ড রুখে দাড়ানো নিয়েই। আর একটু আগেই কটো নিউজ পরলাম যেখানে উত্তর কোরিয়া বেশ জোড়েশোড়ে লঙ্গ রেঞ্জ রকেট লঞ্চ করতে যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যেই।
যদিও নর্থ কোরিয়া এটিকে স্যাটেলাইট লঞ্চিং বলছে, কিন্তু অনেক এক্সপার্টদের ধারণা স্যাটেলাইট লঞ্চিংয়ের আড়ালে তারা বস্তুত দূর-পাল্লার বিধ্বংসী রকেট পরীক্ষা চালাচ্ছে।
এর পাশাপাশি আমেরিকা উঠেপড়ে লেগেছে ইরানের পারোমানবিক কর্মকান্ড বন্ধে, আর এই লক্ষ্যে অন্যান্য পশ্চিমা শক্তিদের নিয়ে আবারো আলোচনা শুরু হতে যাচ্ছে। এবারে এজেন্ডা থাকছে কি করে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত রাখা এবং পাহাড়ের পাদদেশে তাদের পারোমানবিক কেন্দ্রকে বিলুপ্ত করা।
কিছু রেয়ার ছবি নিয়ে সিএনএন এবং রয়টার্স রিপোর্ট করেছে। মূল লিংক দেওয়া হল।
সিএনএন
রইটার্স
এমন টানপোড়ন চলতে থাকলে, বোধকরি পারোমানবিক বিশ্বযুদ্ধ শুধুমাত্র আর সেলুলয়েডে নয় বরং বিশ্ববাসীর দুঃস্বপ্নকে সত্যি করে বাস্তবে পরিণিত হওয়া এখনমাত্র সময়ের ব্যাপার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।