নিজেকে বুঝার ক্ষমতা চাই। আমি তাবলিগ জামাতে তিন দিনের জামাতে বিভিন্ন জায়গায় গিয়েছি । এবং এক ছিল্লাও লাগিয়েছি । কিন্তু ফেসবুকে একটা ভিডিও দেখে আমার মাথা ঘুরে গিয়েছে । আমি আমার তাবলিগ জামাতের আমির সাহেবকে জিঘাস করেছিলাম আপনি কনো কাজ করেন না ।
তাহলে আপনার ঘর চলে কিভাবে । তিনি আমাকে বলেছিলেন আল্লাহ ব্যবস্থা করে দেন । আমার তখন কিছু বুজে আসে নি । আমার এখনও কিছু বুঝে আসছে না । আপনারা আমাকে একটু সাহায্য করুন ।
Hillary Clinton তথা আমেরিকা তাব্লিগ জামাতকে সাহায্য করছে , তাদের সার্থ্য উধারের জন্য । তাবলিগ জামাত ইসলামি কনো দল নয় বরং আমেরিকার দালাল । যার অনুসারিরা আব্দুল ওয়াহাব এর আদর্শ অনুসরন করে । এবং এই সংগঠন ভারতের দেউবান্দ থেকে উৎপত্তি হয়েছে । যাদেরকে আমরা ওয়াহাবি ও দেঊবান্দী বলে চিনি ।
Hillary Clinton Exposing American Hand Behind Wahabi/Deobandi Terrorism ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।