আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদক কাজী আব্দুল হান্নানের বিদায় রোমো এখন সকালের খবরের সম্পাদক !!!

র‌্যাংগস গ্রুপের মালিকের ছেলে রোমো রউফ চৌধুরী দৈনিক সকালের খবরের সম্পাদক হলেন। গতকাল শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত হয়। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আব্দুল হান্নান চাকরি হারিয়েছেন। কর্তৃপক্ষ তাকে ‘না’ করে দিয়েছে। সকালের খবরের একটি সূত্র জানায়, কাজী আব্দুল হান্নান গত এক সপ্তাহ ধরে অফিসে নেই।

এর মধ্যে তিনি অসুস্থ হয়েছিলেন। ওই সময় তাকে না করে দেয়া হয়। এ নিয়ে গত ছয় মাসে সকালের খবরে তিনজন সম্পাদক চাকরি হারালেন। প্রথম রাশিদ উন নবী, এরপর বরুণ শংকর এবং সবশেষ কাজী আব্দুল হান্নান। এদিকে পত্রিকাটির কূটনৈতিক রিপোর্টার মাসুদ করিমও সকালের খবর ছেড়েছেন।

যোগ দিয়েছেন সমকালে। আওয়ামী লীগ বিটের সিনিয়র রির্পোটার মসিউর রহমান খানও সকালের খবর ছেড়ে সমকালে যোগ দিয়েছেন। পাঠকসভার মেহেদী আল মাহামুদ সকালের খবর ছেরে যোগ দিয়েছেন এবং টুফানের ইমন চৌধুরী সমকালে চলে গেছেন। অন্যদিকে কন্টিবিউটারদের বিল আটকে রাখেছে ছয় মাসের । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.