আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদক বিল গেটস

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছেন, বসন্তে কাজ শুরু করা, গেটসের সম্পাদিত ম্যাগাজিনটি বুধবার থেকে নিউজস্ট্যান্ডগুলোতে পাওয়া যাচ্ছে।
পোলিও রোগ নির্মূল, ম্যাপিং প্রকল্প ও আফ্রিকার শিক্ষা সমস্যার সমাধানের উপর নিবন্ধ থাকছে গেটসের সম্পাদিত ম্যাগাজিনটিতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সম্পর্কে একটি অনলাইন ভিডিও প্যাকেজও যুক্ত করা হয়েছে এ সংখ্যায়।
ওইয়ার্ড ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্কট ড্যাডিচ বলেছেন, “গেটস ম্যাগাজিনটির এ সংখ্যার প্রায় সব লেখাতেই কাজ করেছেন এবং কিছু অসাধারণ নোটও যুক্ত করেছেন।”
ড্যাডিচ জানান, ওইয়ার্ড ম্যাগাজিনকে গল্প সংগ্রহেও সাহায্য করেছেন গেটস। বিশেষ করে, শেষ দুশ’ পোলিও রোগাক্রান্ত ব্যক্তি খুঁজতে তার অসাধারণ কাজে কৃতজ্ঞ থাকবে প্রতিষ্ঠানটি।
ড্যাডিচ আরও বলেন, “পোলিওর উপর কাজ করা পৃথিবীর প্রথম সারির লোকদের মধ্যে গেটস অন্যতম। এ ব্যাপারে তার মন্তব্য কিছুটা পরিবর্তন আনবে বলে, আমরা আশা করছি।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.