আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদক হবার ধাপগুলো কী কী??

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

আচ্ছা, সম্পাদক হবার ধাপগুলো কী কী?? কেউ কি আমাকে বলবেন? যে কোন পেশায়ই মানুষ ধীরে ধীরে উপরের দিকের পদে প্রমোশন পায়। সাংবাদিকতার ক্ষেত্রে এর বিধান কী? নাকি সাংবাদিকতার ক্ষেত্রে কোন নিয়ম-নীতি নাই। বিশ্ববিদ্যালয়ে দেখুনঃ প্রভাষক>সহকারী অধ্যাপক>সহযোগীঅধ্যাপক>অধ্যাপক ( ভিসি হতে চাইলে নির্বাচন করতে হবে কিংবা সরকারের আস্থাভাজন হতে হবে)। প্রশাসনেঃ সহকারী সচিব>সিনিয়র সহকারী সচিব>উপসচিব>যুগ্মসচিব>অতিরিক্ত সচিব>সচিব অর্থাৎ দেখা যাচ্ছে যে, বিশাল অভিজ্ঞতা আর সময়ের ব্যবধানে এক জন সর্বোচ্চ স্তরে যেতে পারে। সংবাদপত্রের ক্ষেত্রে তাহলে কি বিধান? কেউ কি বলবেন এই ক্ষেত্রে ধারাবাহিকতাটি কী হবে? এমন কি হতে পারেঃ রিপোর্টার>স্টাফ রিপোর্টার>সিনিয়র স্টাফ রিপোর্টার> সহকারী সম্পাদক> উপসম্পাদক> যুগ্মসম্পাদক>সম্পাদক ????? ব্যাপারটি আমি এই কারণে ভাবছি যে, আমাদের বেশ কটি বড় পত্রিকার সম্পাদক তো দেখি জীবনেও সাংবাদিকতা করেননি। কিন্তু সম্পাদক হয়ে বসে আছেন অবলীলায়। নাকি মালিক হলেই সম্পাদক হওয়া যায় ? কোন যোগ্যতা-ফোগ্যতার বালাই নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.