আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত উপলব্ধি: যে কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব

ৃবিকটজত চ্হজহদজদজবদ এই পৃথিবীতে এ পর্যন্ত মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) হচ্ছেন সেই সর্বোচ্চ সৌভাগ্যবান মহাপুরুষ, যার রুহ বা আত্মা স্বয়ং খোদা/আল্লাহ/ঈশ্বর/প্রভুর ই্চ্ছায় সর্বোচ্চ সংখ্যকবার পরিশুদ্ধ করা হয়েছে। যেখানে একজন সাধারণ মানুষ এই পৃথিবীতে যা কিছু ভালো-খারাপ কাজ করে নিজের ইচ্ছায়। সুতরাং শুদ্ধতম আত্মার মানুষ হিসাবে মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) এই পৃথিবীতে যা কিছু করেছেন, তাতে স্বয়ং খোদা/আল্লাহ/ঈশ্বর/প্রভু অবশ্যই অনুমতি রয়েছে এবং নিশ্চয় যথার্থ কার্যকারণ রয়েছে। অনুমতি ও অনুমোদন না থাকলে খোদা/আল্লাহ/ঈশ্বর/প্রভু মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) কে বেহেশত/জান্নাত/স্বর্গবাসী করতেন না। স্বয়ং খোদা/আল্লাহ/ঈশ্বর/প্রভু মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) এর সব কাজকে অনুমতি ও অনুমোদন করেছেন, সেখানে সাধারণ মানুষ হিসাবে আমাদের উচিত নয় শুদ্ধতম আত্মার মহাপুরুষ মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) এর কার্যসমূহকে সাধারণ মানুষের কার্যের সাথে তুলনা করা এবং সেটটা মূর্খতার পরিচায়ক। সাধারণ মানুষ হিসাবে আমাদের উচিত এই পৃথিবীতে শুদ্ধতম আত্মার মহাপুরুষ হিসাবে মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) কে উনার প্রাপ্য সম্মান দেওয়া। একজন অতি সাধারণ মানুষ হিসাবে এই পৃথিবীর শুদ্ধতম আত্মার মহাপুরুষ মহানবী হযরত মুহম্মদ (সাঃ ) এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।