আমাদের কথা খুঁজে নিন

   

দুপুর

হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়াই। দেখি, আমার পায়ের নিচে চাপা খাচ্ছে আমারই ছায়া। এই সময়টা দুপুর। আমি দুপুরের মধ্যে দুপুর হয়ে দাঁড়াই। দেখি, দুপুরটা ঘামছে। দুপুরটা পুড়ছে, রোদে। দুপুর আরো পুড়বে কি পুড়বে না, ইনডিসিশনে পড়ে গেছে। তা বাবা দুপুর, উন্মাদ দুপুর, স্টুপিড দুপুর, তুমি কি কোথাও ঝুঁকে পড়তে (এবং পুড়তে) চাও? দুপুর নিরুত্তর, বললাম না, শালা, ইনডিসিশনে পড়ে গেছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।