........ (রুপকথার দেশে মীনা)
বিটিভিতে, অন্য কোন চ্যানেলে অথবা লোকাল চ্যানেলে যেসব মীনা কার্টুন দেখানো হত সেগুলোর প্রায় সব কটা এককালে মুখস্থ ছিল । আমার ৫-৬বছর বয়স পর্যন্ত বিটিভির মীনা কার্টুনই ছিল পোলাপানদের অন্যতম একটি প্রিয় প্রোগ্রাম । কয়েক বছর আগে মীনার একটা নতুন কার্টুন দেখেছিলাম যেখানে মীনা শহরে মানুষের বাসায় কাজ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয় । ঐ পর্বটা তেমন ভাল করে দেখা হয়নি, কাজেই ভাল মনেও নেই । কিন্তু কার্টুনের কাজ অনেক ভাল ছিল ।
আজকে লোকাল চ্যানেলে এমন একটা মীনা কার্টুন দেখলাম যেটা আগে দেখিনাই । পর্বটার নাম হচ্ছে, “রুপকথার দেশে মীনা” । এই পর্বটাতে দেখান হয় একটি পরিবারের বাচ্চা হবে, এইজন্য স্বাস্থ্যাআপা এসে মীনাদের নানারকম পরামর্শ দিয়ে যান । এক বৃদ্ধা মহিলা(সম্ভবত বাচ্চার হবু দাদী) বাচ্চা হলে মুখে মধু দেয়ার, বাচ্চাকে গোসল করানোর ইচ্ছা পোষণ করেন । কিন্তু নিউমোনিয়া হতে পারে বলে বাচ্চাকে তিনদিন হবে, প্রথম ছয় মাস বুকের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না বলে স্বাস্থ্যাআপা নসিহত করে যান ।
কিন্তু আসলে তখনও বাচ্চার জন্মই হয়নাই ।
যাই হোক, বাচ্চা প্রসবের আরো কিছু সময় বাকি আছে বলে স্বাস্থ্যাআপা অন্য কাজে চলে যান । অবসরে মীনা গল্পের বই পড়তে বসে । রুপকথার দেশের রাজার বাচ্চা হবে(রাজার ফ্লেক্সিবল বিশাল পাগড়ি দেখে মনে করছিলাম বাচ্চা মনে হয় ঐখানেই নাড়াচাড়া করতেসে), রাজা খুবই টেনশিত কারণ তাঁর রাজ্যে নবজাত শিশুমৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছে । যতই বাচ্চা হওয়ার সময় এগিয়ে আসছে রাজা ততই নার্ভাস হয়ে পড়ছেন ।
এমন রাজজ্যোতিষি বিশিষ্ট কাউন্সিলর(!) মীনা বেগমের সন্ধান দিলেন । মীনাকে পঙ্খিরাজের ফ্লাইটে উড়িয়ে আনলেন রাজা । মীনা এসে রানীর কন্ডিশন দেখে তাকে স্বাস্থ্য আপার কাছে “রেফার” করে দিল ।
স্বাস্থ্য আপা এসে ডেলিভারি করায়া দিলেন । পরে আগের দেয়া নির্দেশগউলির প্র্যাকটিকাল ডেমন্সট্রেশন হইল ।
রাজা মীনা ও স্বাস্থ্য আপার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন । এরপর আপা তাঁর মোবাইল ফোন নাম্বার দিয়া কোন সমস্যা হইলে ফোন দেয়ার পরামর্শ দিলেন । এর কিছু পরে মীনা ঘুম থেকে জেগে উঠে এবং কাহিনী ফিনিশ হয় ।
এই কার্টুনটার কমিক টাইমিং, সাউন্ড ইফেক্ট ভাল লাগছে । ভালোই………
তো আমরা জানলামঃ
জন্মের পর বাচ্চার মুখে মায়ের দুধ অন্য কোন খাবার দেয়া যাবে না ।
এক তোয়ালে দিয়ে মুছে আরেক পরিস্কার তোয়ালে দিয়ে বাচ্চাকে মুড়িয়ে রাখতে হবে ।
আজকের বোনাস নীতিকথাঃ
আইপিএল দেখার চাইতে মীনা কার্টুন দেখা বহুগুণে ভাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।