আমাদের কথা খুঁজে নিন

   

কালবৈশাখীর আগমনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি ।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত প্রচণ্ড দাবদাহে কিছুটা স্বস্তি এনে দিল শুক্রবারের কালবৈশাখী ঝড়। তবে ঝড়ের সেই দাপট ছিল না কালবৈশাখীর আগমনীতে। হালকা থেকে মাঝারি ধরনের বাতাসের সাথে ছিল হালকা বৃষ্টি।

শুক্রবার সকাল সোয়া ৮টার পর ধুলোয় ঢাকা পড়ে যায় গোটা ঢাকা শহর। সঙ্গে এক পশলা বৃষ্টি। ফলে তাপমাত্রা কিছুটা কমে যায়। জনজীবনে নেমে আসে স্বস্তি। এর আগে সকাল ৬টার দিকেও রাজধানীর কোনো কোনো এলাকায় গুড়িগুড়ি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

একই সাথে রাজধানীর আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন জেলায়ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সকাল ৯টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বন্ধ হলেও কিছুক্ষণ পর আবারো বৃষ্টি শুরু হয়। মেঘের গর্জন চলছে। আকাশ কালো করে রয়েছে মেঘের উপস্থিতি, মাঝে মাঝে বিজলী চমকাচ্ছে। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পর পর তিন দিন এমন ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। চৈত্র শেষ হতে চললো। তবু সেই অর্থে কালবৈশাখীর দেখা নেই। ফলে রাজধানীসহ সারাদেশের মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে পড়ে। এই মুহূর্তে একটু বৃষ্টিই পারে স্বস্তি এনে দিতে।

তাই আপাততঃ কাল হলেও কালবৈশাখীর আগামনকে স্বাগত দাবদাহে নাভিশ্বাস উঠা নগরবাসীর।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।